8.2 C
New York
Thursday, March 28, 2024
spot_img

আওয়াজহীন শব্দমালা

পুকুরের কাছে খাল নদী,
বিল সমুদ্র।
নদীর কথা সে ভাবেনি,
সমুদ্র তার কল্পনারও বাইরে।

২..গ্রীষ্মের মর্ম জানে মেঘ,
বৃষ্টির মর্ম জানে চাষা।
গাছের মর্ম জানুক মানুষ
এটুকু প্রকৃতির আশা।

৩.
সাগরের পানিকে মিঠা করতে যেয়ে নদী,
নিজেই নোনা হয়ে যায়।
সূর্য নোনা পানি থেকে মিঠা,
ফোঁটায় ফোঁটায় নদীকে ফিরিয়ে দেয়।

৪.
লাঙ্গলের বিলুপ্তিতে গরুগুলো খুশি
তাদের আর জোয়াল টানতে হবে না,
গরুগুলো জানে না,লাঙলের বিলুপ্তিতে
তারাও আর বেশিদিন বেঁচে রবে না।
৫.
বাঘের কাছে হরিণ বড়ো অনিষ্টকারী জীব
তারে মেরে খেয়ে ফেলা উচিত।

Facebook Comments Box

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট