শর্মিলা বহ্নি
আমি সরষে ফুল,
কোন এক কিশোরীর
চুলের ভাঁজে ঝুলে থাকা,
হয়তো বা কানের দুল।
আমি এক সরষে ফুল।
সবুজ গাছের পাতার মাঝে
থোকা হয়ে ফুটে থাকা হলুদ ফুল।
মিষ্টি সুবাসে ভরা আমার মুকুল,
আমি এক সরষে ফুল।
খোলা মাঠে যখন রোদ এসে
পড়ে আমার গায়ে।
ঝলমলে হয়ে উঠি আমি
সোনালী রোদ আর হলুদের সমারোহে।
ভেবোনা আমার এই সৌন্দর্য অনুকূল,
আমি এক সরষে ফুল।
এলোমেলো বাতাসে
আমি হেলে দুলে পাখনা মেলে উড়ি।
সবুজ মাঠের মাঝে এ যেন,
এক হলুদ পরী।
দূর থেকে চেয়ে থাকে বাগানের বুনো ফুল,
আমি এক সরষে ফুল।
Facebook Comments Box