— শহীদুল ইসলাম
আবার, খারাপ পরিবর্তনের হাওয়া তোমাকে আমার কাছ থেকে দূরে নিয়ে যায়,
বিনিময়ে আমাকে একটি ছায়াও না রেখে, আর সে জিজ্ঞেসও করবে না।
হয়তো তোমাকে নিয়ে উড়ে যেতে চাই
হলুদ শরতের পাতা,
নীল স্বপ্নের পিছনে উড়ে যাওয়া একটি পাখি।
তোমার সাথে আমাকে ডাকো,
আমি আসব দুষ্ট রাতের মধ্য দিয়ে।
আমি তোমাকে অনুসরণ করব,
যাই হোক না কেন পথ আমার জন্য ভবিষ্যদ্বাণী করে।
তুমি যেখানে আছ, আমি আসব।
আকাশে সূর্য আঁকো,
যেখানে ভেঙে যায় স্বপ্নগুলো।
সেই স্বপ্নগুলো আবার শক্তি ফিরে পায় উচ্চতার।
পথিকের ভিড়ে কত বছর তোমাকে খুঁজেছি,
ভেবেছিলাম তুমি সারাজীবন আমার সাথেই থাকবে।
কিন্তু তুমি চলে যাচ্ছ,
এখন ভিড়ের মধ্যে আর আমাকে চিনবে না।
তবুও, আগের মতোই ভালোবেসে, তোমাকে ছেড়ে দিলাম।
তোমার সাথে আমাকে ডাকো,
আমি দুষ্ট রাতের মধ্য দিয়ে আসব।
আমি তোমার পিছনে যাব,
যাই হোক না কেন পথ আমার জন্য ভবিষ্যদ্বাণী করে।