রুহানা আক্তার বৃষ্টি
দূর হতে বহুদূর দীর্ঘ পাহাড় আর একলা সমুদ্দুর
দূর হতে নিকটে অচেনা লোকালয়ে তোমার অনুসন্ধানী দৃষ্টির পরিসীমা কতদূর?
এই ধূলোমাখা শহরটাকে দেখ, যেন জীবনেরই শুষ্ক রূপ!
সবাই কত কথা বলে, তবে এর মাঝেও দেখতে পাবে কিছু সত্তা থাকে চুপ।
এই নিয়ন আলোর শহরে চাঁদের আলোর শোভা কি দেখতে পাও?
নাকি কৃত্রিম আলোকচ্ছটায় দৃষ্টিভ্রমতায় আবদ্ধ হও?
Facebook Comments Box