-ইমরান খান রাজ
ছুটছে পেঁয়াজ লাগামছাড়া
বেজায় গতিতে,
কৃষক ভাইয়ের ঠ্যাং ভেঙেছে
দালালের লাঠিতে !
মাথার ঘাম পায়ে ফেলে
ফলায় যারা শস্য,
তাদের ভাগ্যে জোটে শুধু
পান্তা ভাতের কষ্ট !
দালানে বসে ফোন ঘুরিয়ে
যারা করে কামাই,
ঘাড় ধরে চলো,ওদের সবাই
রাস্তায় টেনে নামাই !
কৃষকের চাই ন্যায্যমূল্য
প্রতিটি ফসলে রোজ,
তবেই এদেশে ফুটবে হাসি
হবে খুশির ভোজ।
Facebook Comments Box