শঙ্কর কুমার চক্রবর্তী
ময়লা ছড়ায় মন্দ লোকে
মন্দ বলে কথা,
বেশ ভূষণে সবাই তাজা
মনেই জটিলতা।
নিজের ভালো সবাই বোঝে
যন্ত্রণা দেয় পরকে,
আবর্জনা বানিয়ে রাখে
নিজের মনের ঘরকে।
মন্দ লোকের কু ব্যবহার
শোনায় প্রতি জন কে,
চতুর্দিকে বিষ ছড়াতে
কুড়া করে মনকে।
সমাজ জুড়ে এদের শাসন
করে দাপাদাপি,
সাদাসিধা মানুষ ঠকে
সারাটা দেশ ব্যাপি।
Facebook Comments Box