শঙ্কর কুমার চক্রবর্তী
আজ এসেছো বইমেলাতে
বইয়ের গাদাগাদি,
কোনটা নেবে বাছতে পারো
নতুন নাকি আদি।
ঝকঝকে বই,তকতকে বই
রংচং ‘য়ের বই টানবে,
বই পড়বে যে খোকা খুকু
সবাই সেটা মানবে।
ওদের জন্য বইয়ের পাহাড়
বাছতে বাছতে কাবু,
বই মেলাতে কিনবে কি বই
ভাবছে বসে হাবু।
এ দোকানে, সে দোকানে
ঘুরছে বইয়ের নেশায়,
ডাক্তার বাবু কিনবে যে বই
তারই লাগবে পেশায়।
ছোটরা নেয় ছবি ছড়ার
বই কিনে খুব খুশি,
বইমেলা ঘুরে ফিরছে বাড়ি
বাবার সাথে টুসি।
Facebook Comments Box