প্রবক্তা সাধু
যাইনা গাঁয়ে অনেক বছর
পাইনা মাটির ঘ্রাণ,
সেথায় ছিলো দাদার বাড়ী
কান্দে আমার প্রাণ।
বাড়ীর পাশে বিশাল নদী
বেলে মাটির ঘাট,
সবুজ শ্যামল গাছ গাছালি
ফসল ভরা মাঠ।
গোয়াল ভরা বলদ গাভী
গোলায় ভরা ধান,
দেশী মাছের পুকুর ছিলো
দাদীর বাটায় পান।
উঠোন জুড়ে মুরগী হাঁসের
অবাধ বিচরণ,
একই অন্নে থাকতো সুখে
বাড়ীর মানুষজন।
একই সাথে খেলা ধূলো
করছি ভাই ও বোন,
ভাবলে সে সব কান্না আসে
কষ্টে পোড়ে মন।
দাদা-দাদি কেউ বেঁচে নেই
চাচারা গাঁয় নাই,
ফুফুরা সব শ্বশুর বাড়ী
সেথায় শুধু যাই।
কেমন আছে গাঁয়ের মানুষ
স্মৃতির বাড়ী ঘর,
হায়রে আমার জন্মভিটা
করছি তারে পর।
Facebook Comments Box