বইমেলায় এসেছে তরুন ইউসুফের কাব্যগ্রন্থ ‘কারফিউ দিনের কবিতা’।বিপ্লব এবং অভ্যুত্থানের চেতনা নিয়ে লেখা বইটি প্রকাশ করেছে ‘সংযোগ’ প্রকাশন।পাওয়া যাবে ৭৮৯ নাম্বার স্টলে।
বই: কারফিউ দিনের কবিতা
লেখক: তরুন ইউসুফ
ছাড়কৃত মূল্য: ১৮৮ টাকা (২৫% ছাড়)
“কবিতাগুলো যত না কবিতা তার চেয়েও এই সময়ের প্রতিচ্ছবি। স্বৈরাচারী দিনের শংকা, বিপ্লবের সম্ভাবনা এবং বিপ্লব পরবর্তী আশাবাদা উঠে এসেছে এই সব কবিতায়। যতবার দাসত্বের শৃঙ্খল চেপে বসতে চাইবে ততবার কবিতাগুলো প্রাসঙ্গিক ও জীবন্ত হয়ে উঠবে।”
Facebook Comments Box