মো: রুহুলআমিন(রকি)
নতুন বছর নতুন বই
নতুন নতুন আশা,
নতুন বইয়ের প্রতি সবার
বাড়ছে ভালোবাসা।
নতুন ক্লাসে নতুন বই
নতুন নতুন কত গল্প,
বইয়ের আশায় বসে আছি
এদিক সেদিক ঘুরছি অল্পস্বল্প।
পুরনো সব ক্যালেন্ডার
জমিয়ে রেখেছি বাসায়,
নতুন সব বইগুলোতে
মলাট লাগানোর আশায়।
বছর শেষে সবাই মোরা
প্রহর গুনতে থাকি,
নতুন বছর নতুন বই নিয়ে
মনের মাঝে কত স্বপ্ন আঁকি।
Facebook Comments Box