মৃত্যুর পর আমাকে কবরে রেখে ফিরে যাবে লোকে
প্রিয়জন কিছুদিন স্মৃতিগুলো মনে করে কেঁদে যাবে শোকে।
পঁচে যাবে আমার এই সুন্দর দেহ,মাটিতেই মিশে যাবে সব
মুছে যাবে মানুষের মন থেকে এই নাম,থেমে যাবে সব কলরব।
যে আমি অন্ধকারে হাঁটিনিকো কোনো দিন, থাকিনি কখনো একা একা
সেই আমাকে মৃত্যুর পর কবরে থাকতে হবে,প্রিয়জনে পাবো নাকো দেখা।
কেমন সে পৃথিবীটা? যারা গেছে কেউ আর আসেনিতো ফিরে
যোগাযোগ নেই কোনো,সেই পথে আমিও যে হাঁটি ধীরে ধীরে।
খালি হাতে পৃথিবীতে এসে, উতলা হয়েছি আমি কত কিছু পেতে
যদিও মৃত্যু হলে সব ছেড়ে খালি হাতে হবে চলে যেতে।
হায় অভাগা আমি! যা কিছু আমার নয় তাই পেতে এতো পেরেশানি
যদিওবা সারাক্ষণ অদৃশ্যলোক থেকে মৃত্যুরা দেয় হাতছানী।
—জাজাফী
১৮ ফেব্রুয়ারি ২০২৫
Facebook Comments Box