তুমুল বৃষ্টি।বিদ্যুৎ চমকাচ্ছে।ঝড়ো বাতাস।লোকজন রাস্তার পাশের দোকানে আশ্রয় নিয়েছে। প্রকৃতি যেন উন্মাদ হয়ে গিয়েছে। আমি রিক্সায়। একা।পর্দা নাই।
রিক্সাওয়ালা ছেলেটি অল্পবয়সী।সামলাতে পারছে না রিক্সা। আমি একা একটি মেয়ে বলে ও কোথাও রিক্সা থামাবে না। আমি ভয় পাচ্ছি না শুনে খুব খুশি। আমি যে বৃষ্টি ভালবাসি! গান গাইতে গাইতে উড়িয়ে নিয়ে চললো। আমি কবিতা আবৃত্তি শুরু করলাম।
ভিজে চুপচুপে অবস্হায় বাসায় নামলাম।তখনও বৃষ্টি হচ্ছে।কলিংবেল দিলাম।দরজা খুলে বোন হতভম্ব।আমার মধ্যে পাগলামী আছে জানে। কিন্তু তাই বলে এতোটা!
লেখকঃ লতা হামিদ
ধানমন্ডি,ঢাকা
Facebook Comments Box