Tuesday, December 3, 2024
Homeসাহিত্যস্মৃতিকথাএক বৃষ্টিস্নাত বিকেলে

এক বৃষ্টিস্নাত বিকেলে

তুমুল বৃষ্টি।বিদ্যুৎ চমকাচ্ছে।ঝড়ো বাতাস।লোকজন রাস্তার পাশের দোকানে আশ্রয় নিয়েছে। প্রকৃতি যেন উন্মাদ হয়ে গিয়েছে। আমি রিক্সায়। একা।পর্দা নাই।

রিক্সাওয়ালা ছেলেটি অল্পবয়সী।সামলাতে পারছে না রিক্সা। আমি একা একটি মেয়ে বলে ও কোথাও রিক্সা থামাবে না। আমি ভয় পাচ্ছি না শুনে খুব খুশি। আমি যে বৃষ্টি ভালবাসি! গান গাইতে গাইতে উড়িয়ে নিয়ে চললো। আমি কবিতা আবৃত্তি শুরু করলাম।

ভিজে চুপচুপে অবস্হায় বাসায় নামলাম।তখনও বৃষ্টি হচ্ছে।কলিংবেল দিলাম।দরজা খুলে বোন হতভম্ব।আমার মধ্যে পাগলামী আছে জানে। কিন্তু তাই বলে এতোটা!

লেখকঃ লতা হামিদ

ধানমন্ডি,ঢাকা

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments