শঙ্কর কুমার চক্রবর্তী
বাংলা ভাষা, মিষ্টি ভাষা
আমরা কথা বলি,
মাতৃ ভাষায় লিখি পড়ি
বুক ফুলিয়ে চলি।
মায়ের মুখের মিষ্টি ভাষায়
আমাদের গান গল্প,
অন্য ভা্ষাও চলে বটে
আমার বাংলায় অল্প।
বাংলা ভাষার মর্যাদা পাই
বিশ্ব মেনে নিতে,
গরবে বুক ভরে ওঠে
কঠিন সংগ্রাম জিতে।
বিশ্ব মাঝে রবীন্দ্রনাথ
বাংলা গানের সুরে,
বার্তা দিয়ে মাতৃ ভাষা
ছড়িয়ে দিলেন দূরে।
Facebook Comments Box