সাকিব আল-আমিন
সুচরিত্রা—
তোমায় ভুলে যাওয়ার অনর্থক চক্করে পড়ে﹐
ধীরে ধীরে অস্তমিত গোধূলির মতো﹔
আমি ভুলে গেছি—
শৈশবে নিভে যাওয়া আমার প্রিয় বন্ধুর মুখ।
তোমার দেওয়া ক্ষতের বিষাদ সইতে সইতে﹐
নদীর স্রোতে ভাসমান কালির মতো﹔
আমি মুছে ফেলেছি—
রাস্তায় পরে ভ্রুতে লাগা রক্তমাখা চোখ।
তোমার অশরীরী ছায়ার পথে চলতে চলতে﹐
পরিত্যক্ত বাড়ির ধূলোপড়া দরজার মতো﹔
আমি বিস্মৃত হয়েছি—
অন্তহীন ভয় নিয়ে কাটানো নিঃসঙ্গ রাত।
তোমার শূন্যতার পুঞ্জিত তাপে অবিরত পুড়ে﹐
ঝড়ের ধাক্কায় ভাঙা ডালের মতো﹔
আমি ছিন্ন করেছি—
অপেক্ষার শেষে হারিয়ে যাওয়ার আর্তনাদ!
Facebook Comments Box