ধীমান বড়ুয়া
আমনধানের নবান্নতে গাঁয়ে পড়েছে সাড়া,
পাকা ধানের আগমনে উথলে উঠেছে পাড়া।
কৃষক চলে আলে -বিলে কাটিছে পাকা ধান,
মিহির আলোর মিষ্টি রোদে কণ্ঠে ধরিছে গান।
রাশি রাশি সোনালীতে ভরেছে মাটির থালা,
গরুর পায়ে ধান ঝরিছে হেমন্তের বরণডালা।
বাঁশের গোলায় ধান পড়িছে খুশিতে নাচিছে মন,
আলু, বরবটি মাটির নীচে কৃষক গুনতিছে ক্ষণ।
বেনুবনের মাথার উপর ডাকিছে বেনে-বৌ,
মধুর টানে ফুলের অধরে বসিছে চাকের মৌ।
ঘাপটি মেরে বসে আছে মাছ শিখারী পাখি,
শাখায় বসে হিরামনেরা করছে ডাকাডাকি।
কুহেলিকা চাদর খুলিছে মূর্ত বসুমতী,
হৈমন্তিকার শুভ্রসকালে গাঁয়ে কী যে প্রীতি!
Facebook Comments Box