সাহিত্যকবিতা সংগ্রাম By প্রতিধ্বনি - November 21, 2024 0 182 FacebookTwitterPinterestWhatsApp ইমরান খান রাজ জীবনের সংগ্রাম চলছে অবিরাম চলবে সীমাহীন নেই তার বিশ্রাম। অগোছালো এলোমেলো বেহিসাবী মন দিনরাত দিচ্ছে শুধু জ্বালাতন। নেই কোন চাওয়া-পাওয়া সাদামাটা দৃশ্য, দুনিয়ায় বেঁচে থাকা এমনটাই সৃষ্ট।