খলিল জিবরান
অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
কথিত আছে যে সমুদ্রে প্রবেশের আগে
একটি নদী ভয়ে কাঁপে ।
সে তার ভ্রমণ করা পথের দিকে ফিরে তাকায়,
পাহাড়ের চূড়া থেকে
বন এবং গ্রাম পেরিয়ে দীর্ঘ আঁকাবাঁকা রাস্তার দিকে ।
আর তার সামনে,
সে এতো বিশাল একটি সমুদ্র দেখতে পায়,
যেখানে প্রবেশ করা
চিরকালের জন্য অদৃশ্য হয়ে যাওয়া ছাড়া আর কিছুই মনে হয় না ।
কিন্তু অন্য কোনো উপায় নেই ।
নদী ফিরে যেতে পারে না ।
কেউ ফিরে যেতে পারে না ।
অস্তিত্বে বা জীবনের ধারায় ফিরে যাওয়া অসম্ভব ।
নদীকে সমুদ্রে প্রবেশের ঝুঁকি নিতে হবে
কারণ তখনই ভয় অদৃশ্য হয়ে যাবে,
কারণ নদী সেখানেই জানতে পারবে
সে সমুদ্রে বিলীন হওয়ার কথা নয়,
বরং নিজেই সমুদ্র হয়ে ওঠা ।