‘গল্পের প্রতিধ্বনি ২.০’ প্রতিযোগিতার বিজয়ীরা

0
145

অভিনন্দন!

প্রতিধ্বনির গল্প লেখা প্রতিযোগিতা ‘গল্পের প্রতিধ্বনি’-এর বিজয়ী গল্পকারদের অভিনন্দন ও শুভেচ্ছা।২য় বারের মতো প্রতিধ্বনি আয়োজন করেছে গল্প লেখা প্রতিযোগিতা। গত ৬ জুন থেকে ১৪ জুন পর্যন্ত চলা গল্পের প্রতিধ্বনি ২.০ প্রতিযোগিতায় ব্যাপক সাড়া দিয়েছেন নবীন-প্রবীন গল্পকারেরা।আমরা গল্পকারদের অভূতপূর্ব সাড়া পেয়ে কৃতজ্ঞ।প্রতিযোগিতায় প্রায় ৫০ এর অধিক গল্প প্রকাশিত হয়েছে।গল্প লিখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের গল্পকারেরা।অবশেষে প্রতিধ্বনি সেরা তিনটি গল্প বাছাই করেছে।প্রতিযোগিতায় প্রকাশিত চমৎকার সব গল্প থেকে সেরা গল্প বাছাই করা বেশ দুঃসাধ্য।আমাদের ইচ্ছে ছিল কমপক্ষে দশজন লেখককে পুরষ্কৃত করার।কিন্তু বেশ কিছু সীমাবদ্ধতা থাকায় তা সম্ভব হয়ে উঠেনি।তাই যারা বিজয়ী হোননি তাদের হতাশ হওয়ার কিছু নেই।প্রতিযোগিতা অংশগ্রহন করা বেশ কিছু গল্পকারদের লেখা অগ্রাধিকার পাবে প্রতিধ্বনির পরবর্তী প্রিন্ট সাময়িকীতে।
আশা রাখি ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করবে প্রতিধ্বনি।

গল্পের প্রতিধ্বনি’র বিজয়ী তিন গল্পকার:

১ম
গল্প: রুহানির ঘর
গল্পকার: মুসরাত আলম

২য়
গল্প: শিকারী 
গল্পকার: ইয়াছিন ইবনে ফিরোজ

৩য়
গল্প: আয়নার ওপারে
গল্পকার: জোলেখা আক্তার জিনিয়া

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিজয়ী তিন গল্পকার বই উপহার পাবেন এবং সার্টিফিকেট (মেইলের মাধ্যমে সফট কপি) পাবেন।তাছাড়া বিজয়ী গল্পকারদের গল্পগুলো প্রতিধ্বনির পরবর্তী যেকোনো সাময়িকীতে প্রকাশিত হতে পারে।
প্রতিধ্বনির পক্ষ হতে বিজয়ী গল্পকাররা যে মেইল থেকে গল্প পাঠিয়েছিলেন সে মেইলে যোগাযোগ করা হবে।


Previous articleআয়াজ আহমদ বাঙালি’র একগুচ্ছ কবিতা
Next articleঅভিমান থেকে শুরু হওয়া বন্ধুত্ব
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here