দ্বিতীয়বারে মত প্রতিধ্বনি আয়োজন করছে গল্প লেখা প্রতিযোগিতা – গল্পের প্রতিধ্বনি। আপনি যদি একজন গল্পকার হয়ে থাকেন কিংবা আপনার মনের কোণে লুকিয়ে থাকা গল্প পাঠিয়ে দিন প্রতিযোগিতায়। আপনার লেখা অপ্রকাশিত সেরা গল্পটি পাঠিয়ে জিতে নিন আকর্ষনীয় পুরস্কার।
প্রতিযোগিতার নিয়মাবলী:
১) প্রতিযোগিতাটি শুধুমাত্র বাংলাদেশি লেখকদের জন্য।বাংলাদেশি লেখকরা যেকোনো জনরার গল্প দিতে পারবেন।
২) শব্দসংখ্যা এবং বিষয় সীমিত নয়।যেকোন বিষয় এবং শব্দসংখ্যার গল্প পাঠাতে পারবেন।
৩) কোথাও থেকে গল্প কপি,আংশিক কপি, অনুবাদ এবং আগে কোথাও প্রকাশিত গল্প পাঠালে তা মনোনীত হবে না। কোনো রকম রাজনৈতিক উস্কানিমূলক, নির্দিষ্ট ধর্ম,বর্ণ বা জনগোষ্ঠীকে আঘাত করা, উগ্রতাপূর্ণ, নাশকতামূলক কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা গ্রহনযোগ্য নয়।যদি গল্প কোথাও হতে কপি হতে দেখা যায় তবে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আগে কোথাও প্রকাশিত গল্প পাঠালে তা প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।গল্প হতে হবে অপ্রকাশিত।
৪) লেখকদের পাঠানো গল্পগুলো প্রকাশিত হবে প্রতিধ্বনির ওয়েবসাইটে।প্রকাশিত হওয়ার পর লেখকরা তাদের গল্প বা গল্পের লিংক শেয়ার করতে পারেন এবং পাঠকদের মন্তব্য নিতে পারেন।যা সেরা গল্প বিচারে মানদণ্ড হতে পারে। ওয়েবসাইটে গল্প প্রকাশের জন্য প্রতিধ্বনির অন্যান্য লেখার মতো তা সম্পাদনা করা হবে না।লেখক যেভাবে পাঠয়েছেন সেভাবেই প্রকাশিত হবে।
৫) লেখা পাঠাতে হবে প্রতিধ্বনির মেইল ঠিকানায়। ইমেইল: [email protected] (এখানে ক্লিক করে সরাসরি মেইলে প্রবেশ করে লেখা দিতে পারবেন)। মেইলের সাবজেক্টে লিখতে হবে “গল্পের প্রতিধ্বনি”।অন্যথায় ধরে নেওয়া হবে লেখাটি শুধুমাত্র প্রতিধ্বনি অনলাইন ম্যাগাজিনের জন্য পাঠানো হয়েছে।গল্প পাঠানোর সময় মেইল বডিতে গল্পের শিরোনাম,গল্প এবং শেষে লেখকের নাম,ঠিকানা লিখতে হবে।
৬) একজন লেখক শুধু একটি গল্পই পাঠাতে পারবেন।
৭) মেইল ছাড়া অন্য কোনো মাধ্যমে লেখা নেওয়া হবে না।
৮) মেইলে লেখা পাঠানোর পর ফেসবুক বা অন্য মাধ্যমে লেখা প্রকাশ করার তাগাদা দেওয়া যাবে না।যা অত্যন্ত নিন্দনীয়। সকল মনোনীত গল্প পড়া হবে এবং ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
৯) প্রতিধ্বনিতে লেখা গল্পের স্বত্ত লেখকের নিজের।
১০) একজন লেখক গল্পের প্রতিধ্বনি প্রতিযোগিতায় গল্প পাঠানোর সময় উপরোক্ত নিয়মাবলী জেনে এবং মেনেই গল্প পাঠাবেন এবং লেখা পাঠালে নিয়ামবলী মেনেই লেখা পাঠিয়েছেন বলে ধরা হবে।
গল্প পাঠানোর সময়সীমা: ৬ জুন হতে ১৪ জুন, ২০২৫
ফেসবুক ইভেন্ট: https://www.facebook.com/share/1FHCobgbbX/
পুরস্কার:
বিচারকদের বাছাই করা সেরা তিনজন গল্পকারকে পুরস্কৃত করা হবে। দেওয়া হবে মূল্যবান বই,সার্টিফিকেট (মেইলের মাধ্যমে সফট কপি) পুরস্কার। বিজয়ী গল্পকারদের গল্পগুলো প্রতিধ্বনির পরবর্তী যেকোনো সাময়িকীতে প্রকাশিত হতে পারে।
[প্রতিধ্বনি পত্রিকার কর্তৃপক্ষ যেকোন অবস্থায়, যেকোনো সময় উপরে উল্লেখিত প্রতিযোগিতার নিয়ম পরিবর্তন, সংশোধন, কোনো নিয়ম বাদ দেওয়া কিংবা নতুন নিয়ম যুক্ত করার অধিকার রাখে।প্রতিধ্বনির গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।]
