হিমেল মাহমুদ
নগদে নিন্দা নিলাম,
ভালোবাসি ভেবেই ভুলিলাম।
কাঁপা-কাঁপা কান্না কন্ঠে,
সেদিনের স্মৃতিগুলো সুধালাম।
প্রতিটা পদেই পাপের প্রাসাদ,
বুঝেছি’তো বন্ধু বোকা বলেই বাদ;
আমার’তো আকাশচুম্বী আহ্লাদ,
খবরে খবরে খুঁজছো খাদ।
প্রতি’টা প্রান্তেই পন্ডিত’দের পথ,
মনে মনেই মুছি মতামত।
আমি’তো আজও আপদ,
নিন্দুকেরাই’তো নিজের নয়নে নিখুঁত।
Facebook Comments Box