Sunday, November 24, 2024
Homeসাহিত্যকবিতাহেমন্তের বরণডালা

হেমন্তের বরণডালা

ধীমান বড়ুয়া

আমনধানের নবান্নতে গাঁয়ে পড়েছে সাড়া,

পাকা ধানের আগমনে উথলে উঠেছে পাড়া।

কৃষক চলে আলে -বিলে কাটিছে পাকা ধান,

মিহির আলোর মিষ্টি রোদে কণ্ঠে ধরিছে গান।

রাশি রাশি সোনালীতে ভরেছে মাটির  থালা,

গরুর পায়ে ধান ঝরিছে হেমন্তের বরণডালা।

বাঁশের গোলায় ধান পড়িছে খুশিতে নাচিছে মন,

আলু, বরবটি মাটির নীচে কৃষক গুনতিছে ক্ষণ।

বেনুবনের মাথার উপর ডাকিছে বেনে-বৌ,

মধুর টানে ফুলের অধরে বসিছে চাকের মৌ।

ঘাপটি মেরে বসে আছে মাছ শিখারী পাখি,

শাখায় বসে হিরামনেরা করছে ডাকাডাকি।

কুহেলিকা চাদর খুলিছে মূর্ত বসুমতী,

হৈমন্তিকার শুভ্রসকালে গাঁয়ে কী যে প্রীতি!

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments