তমালিকা দত্ত
তোমার জন্যেই তো
হাজার চোখ দেখছে রঙিন স্বপ্ন,
স্তব্ধ কন্ঠ পেয়েছে নতুন ভাষা
সবুজ দিগন্তে লেগেছে প্রাণের সাড়া।
তোমার জন্যেই তো
সূর্যের আভাটা আরো বেশি রক্তিম,
কৃষ্ণচূড়া বসিয়েছে রঙের মেলা
অনন্ত ঝারাচ্ছে বৃষ্টি ধারা।
তোমার জন্যেই তো
ফসলের ক্ষেতে বসেছে বাসন্তী রঙের ঢেউ,
অর্ণব,তটিনী পেয়েছে তরঙ্গ ধারা
দ্বিজ,বসন্তদূত গাইছে বাঁধনহারা।
Facebook Comments Box