ইসমত আরা সুপ্তি
কুটিল স্বভাব মানুষ গুলো
সমাজের বিষ ফোঁড়া,
ওদের মনের হিংসা বিদ্বেষ
লাগাম ছাড়া ঘোড়া।
মনে ওদের জিলাপির প্যাচ
গাড়োল ভরা মাথা,
ঝগড়াতে নেই জুড়ি তাদের
বলে ইচ্ছে যা তা।
এসব লোকের সঙ্গ থেকে
লোকে থাকে দূরে,
দেখলে এদের পথের মাঝে
অনেকে যায় ঘুরে!
কারণ এরা অকারণে
ঝগড়া বাঁধায় এসে,
অন্যের নামে যখন তখন
গীবত করে হেসে।
কুটিল স্বভাব লোকগুলোকে
কেউ না বাসে ভালো,
দিনের শেষে ওদের জীবন
ভীষণ আঁধার কালো।
Facebook Comments Box