কবি ও লেখক পুষ্পেন রায় এর অনবদ্য সৃজন “বিদীর্ণ হিয়া” কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ “দেশ পাবলিকেশন্স” এর স্টলে (৬৮৬, ৬৮৭ ও ৬৮৮)। এটি তাঁর ৯ম গ্রন্থ (৭ম কাব্যগ্রন্থ)।
“বিদীর্ণ হিয়া” কাব্যগ্রন্থটি তাঁর এক অনন্য সৃষ্টি। তিনি প্রেম-ভালোবাসাকে গতানুগতিক ধারার বেড়াজাল থেকে বেরিয়ে এনে ভিন্ন আঙ্গিকে ভিন্ন স্বাদে উপস্থাপনা করেছেন। যেখানে প্রেম, বিরহ, মানবিকতা, জীবনবোধ ও সমাজচিত্রের সংমিশ্রণে রচিত এই কাব্যসংকলন পাঠকের অনুভূতিকে স্পর্শ করবে বলে তাঁর বিশ্বাস।
Facebook Comments Box