বইমেলায় পুষ্পেন রায়ের “বিদীর্ণ হিয়া”

0
112

কবি ও লেখক পুষ্পেন রায় এর অনবদ্য সৃজন “বিদীর্ণ হিয়া” কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫ এ “দেশ পাবলিকেশন্স” এর স্টলে (৬৮৬, ৬৮৭ ও ৬৮৮)। এটি তাঁর ৯ম গ্রন্থ (৭ম কাব্যগ্রন্থ)।

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

“বিদীর্ণ হিয়া” কাব্যগ্রন্থটি তাঁর এক অনন্য সৃষ্টি। তিনি প্রেম-ভালোবাসাকে গতানুগতিক ধারার বেড়াজাল থেকে বেরিয়ে এনে ভিন্ন আঙ্গিকে ভিন্ন স্বাদে উপস্থাপনা করেছেন। যেখানে প্রেম, বিরহ, মানবিকতা, জীবনবোধ ও সমাজচিত্রের সংমিশ্রণে রচিত এই কাব্যসংকলন পাঠকের অনুভূতিকে স্পর্শ করবে বলে তাঁর বিশ্বাস।

Previous articlePoem By Mariela Cordero || ভেনেজুয়েলার কবি মারিলা কর্ডেরোরার কবিতা
Next articleডিম খাওয়ার উপকারিতা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here