শর্মিলা বহ্নি
এখনো চোখে ভাসছে আবু সাঈদ বুক টানটান করে দাঁড়িয়ে আছে,
এইযে এখনো তো মাটিতে লেগে আছে শহীদ ভাইয়েদের রক্ত, মৃত্তিকায় এখনো রক্তের ঘ্রাণ।
প্রতিনিয়ত কানে বাজছে মীর মুগ্ধ বলে চলেছে
“ভাই পানি লাগবে কারো পানি”?
যন্ত্রণা দিচ্ছে ঐ ধ্বনি “আঙ্কেল আমাকে যেতে দেন, আমার একটা ছোট্ট বোন আছে”।
সামনে, আড়ালে এমন কত আর্তনাদ পৌঁছে গেছে আকাশ চিরে, দালানের কার্নিশ বেয়ে।
তবুও ভেদ করতে পারিনি কিছু পাষন্ড হৃদয়ের প্রাচীর।
এ শহরের পাখিগুলো সাক্ষী আছে, সাক্ষী আছে বিবেকহীনের হাতের রাইফেলের বুলেট।
সাক্ষী আছে রাস্তার অবলা প্রাণীটাও, এই নির্বাক প্রকৃতি, বাংলার আকাশ বাতাস আট্টোলিকা।
সবাই সাক্ষী আছে সবাই।
তুমি মুছে ফেলবে কী করে এই অদৃশ্যের নিরব কান্না?
Facebook Comments Box