ইমরান খান রাজ
দীর্ঘ অমাবস্যার আঁধার ভেঙে
হরহামেশায় মৃত্যু ভয় থাকার পরেও
জীবনটা হাতের মুঠোয় করে নিয়ে
এখনও বেঁচে আছে কিছু হায়েনারা !
প্রতিশোধ নেবার জন্য, প্রতিরোধ গড়ার জন্য
একে একে জোটবদ্ধ হচ্ছে হায়েনা গোষ্ঠী।
ধীরে ধীরে এগুচ্ছে, এক-পা, দু-পা করে
আলোর দিকে যাচ্ছে এগিয়ে।
এবার আলোকে গ্রাস করবে তারা
গিলে ফেলবে পুরোপুরি, ধ্বংস করবে!
Facebook Comments Box