-ইমরান খান রাজ
তীব্র শীতে কাঁপছে মানুষ
কাঁপছে পশুপাখি,
শীতের রাতে খোকাখুকু
করছে চড়ুইভাতি।
শালিক পাখি খাচ্ছে রস
মনের আনন্দে,
গাছি ভাই গুড় বানায়
ঢোলের ছন্দে।
ঘাসের ডগায় শিশির বিন্দু
কোমলতায় থাকে,
সূর্যিমামা উঁকি দিয়ে যায়
কুয়াশার ফাঁকে।
Facebook Comments Box