লেখক: রবিউল হাসান
আমি মুক্তি চাই
থাকতে চাই না আর ঐখানে,
যেখানে আমার জন্য ভালবাসা নেই
নেই কোন সম্মান, নেই স্বাধীনতা
কি করে থাকি বল সেই পরাধীনতা ?
যদি কভূ ডাকি তব পাশে
হাতটি ধরতে শক্ত করে ,
আসবে বাঁধা অনেক তবে
তবুও কি সঙ্গে রবে ?
আমি চাই না তেমন কিছু
চাই না বাড়ি, গাড়ি
যদি চাই এক মুঠো ভালবাসা
তুমি কি আমায় দেবে ?
যদি দাও তাহলে…
আমি আমার সমস্ত সত্ত্বা দিয়ে
তোমাকে আগলে রাখব
আমার ভালবাসার চাঁদরে।
তোমাকে জড়িয়ে নিতাম
দিতাম অনেক ভালোবাসা,
যদি আমি নিশ্চিত হতাম
তোমার মনেও আছে ….
আমার জন্য এক মুঠো ভালোবাসা !
আমি মুক্তি চাই
থাকতে চাই না আর ঐখানে,
তোমাকে নিয়ে বাকি টা পথ চলতে চাই
যদি দাও এটুকু মোরে শান্তনা
ভুলে যাব আমার সকল অতীত যন্ত্রনা ।
Facebook Comments Box