-জাকির আলম
চৌহালী, সিরাজগঞ্জ
দুঃখে যাদের জীবন গড়া
সুখ তাদের পরিহাস
সুখের আশায় ঘানি টেনেও
দহনে পোড়ে বারো মাস।
অন্ধকারে আলোর খোঁজে
ছুটে চলে নিরন্তর
অভিশপ্ত জীবন তাদের
থমকে থাকে অনন্তর।
মাথার উপর বিশাল আকাশ
দৃষ্টি জুড়ে শোকের জল
ভাগ্যের লিখন বালাই অতি
জ্বলে-পুড়ে ক্রোধানল।
ক্ষুধায় কাতর মনের জঠর
এমন জীবন কারুণিক
জন্ম তাদের আজন্ম পাপ
সুখহীন কাটে প্রাত্যহিক।
Facebook Comments Box