Sunday, November 24, 2024

অভাব

  সোহেল রানা 

একটা শূন্যতা আর হাহাকার গ্রাস করে 

হাঙরের ক্ষুধা হয়ে অনলস গোগ্রাসে আমার; 

ধীরে ধীরে গিলে নিচ্ছে সমাজ-সংস্কৃতি-কৃষ্টি কালচার–

এমন কি সকালের শিশির এবং গোধূলি-রক্ত রঙও

অভাব, 

অভাব আমার স্পর্শ করেনি বাস্তবিকই। 

(অভাব নাস্তি ভাতমাছ পোশাক আশাক ও দৈনন্দিন জীবন-সরঞ্জামাদির–

বন্যা, দুর্ভিক্ষ ও খরার মতো কোনও অপায়ও)

তবে এ-কথাও সত্য : অভাবের ঘর্মাক্ত শরীর লতিয়েই

আজ আমি চিকচিক 

এক দিনমজুরও অর্ধ কর্মদিবস উপার্জন সাপেক্ষে 

তিন কর্মদিবস উদরপূর্তি-নিশ্চিন্ত-ভাতঘুম–

নির্মিত বড়ো বড়ো প্রাসাদ,

কংক্রিটের পথঘাট, উন্নয়ন রোল! 

নির্মিত হচ্ছে মানবসভ্যতার প্রাচীর।

আমার খুব ইচ্ছে করে

সেখানে ফিরে যেতে, যেখানে মানুষ আর মানবতা 

আর জীবজন্তু ও জীবনের আপেক্ষিক সৌন্দর্য, সৌহার্দ্য 

এবং সম্প্রীতির বাঁধন ছিল অখণ্ড। 

উদোম আকাশের তলে।

৮৮-র বন্যা।

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments