জাকির আলম
বড় লোকের মেয়ে তুমি রূপের অহংকার
আগা-গোড়া মোড়া তোমার সোনার অলংকার।
অহমিকা হাসি তোমার গৌরব ভরা কায়া
আভিজাত্যের দম্ভ তোমার মনে নেই মায়া।
ধুরন্ধর স্বভাব তোমার শিক্ষা-দীক্ষা কম
মনে রেখো গরিমার হবে একদিন শম।
মুখের ভাষা কর্কশ অতি বিশ্রী আচরণ
কঠিন অশ্মে গড়া তোমার দেহ আচ্ছাদন।
এতো গৌরব ভালো যে নয় মন্দ বলে লোকে
সবাই তোমায় করে ঘৃণা দেখো স্বীয় চোখে।
শিকারী চাহনি তোমার ষোল কলায় পূর্ণ
আত্মাবাদের শক্তি বলে সবই করো চূর্ণ।
অবাধ প্রতিম হেঁটে চলা মাটির পৃথিবী
সময় থাকতে হও তুমি মমতার দেবী।
রূপের যশ ছেড়ে দিয়ে হয়ে যাও মানুষ
অকস্মাৎ তুমি একদিন হবে শূন্য ফানুস।
Facebook Comments Box