17 C
New York
Wednesday, May 15, 2024
spot_img

জিউসের ঈগল

আনুগত্যের উদাহরণ

প্রতি বসন্তে কবির গলা কেটে উপহার

 দিতে হয়  রাজা জিউসকে 

গলা থেকে গলগল করে বেরিয়ে আসে পাহাড় 

আর  গলা থেকে জন্ম নেয়া পাথরে শান দেয় তার প্রতিভা

পাথর ঘসে আগুন জ্বালানোর ইতিহাস তার রক্তে

 কবিতা খোদাই করতে গিয়ে

 পেয়েছিলো স্ফুলিঙ্গ

আর  জমা রেখেছিলো 

প্রমিথিউসের  কাছে

মানুষের প্রতিদ্বন্দ্বী 

ক্রুদ্ধ জিউস কবিকে উপঢৌকন দেয় হেফাস্টাসের বজ্র  

ককেশাস পর্বত উঠে দাঁড়ায় কবির

বুকের ওপর

জিউসের ঈগল ঠোক্কর দেয় কবির চোখে

যেমন  ঠুকরে খায় প্রমিথিউসের বুক

কবি ও প্রমিথিউস দুই দেহ সত্তা এক

মানবের আরেক সহোদর হারকিউলিস বহুদিনপর – ছিঁড়ে ফেলে প্রমিথিউসের প্রবঞ্চনা 

উদ্ধাররহিত কবি দাঁড়িয়ে থাকে একা জিউসের ঈগলের মুখোমুখি -রক্তাক্ত 

অগ্নিময় -অনন্ত

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

বিষয় ভিত্তিক পোস্ট

শহীদুল ইসলামspot_img

সাম্প্রতিক পোস্ট