মুজিবুর রহমান
একটু রাগ একটু অভিমানে ছাড়িল খোকা ঘর
দিন পোহাতে, অকালে চলে গেল দশটি বছর
কত আতর্নাদ – অনুরাগে,চোখে জননীর নীর
প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে মা হয় সদা অস্থির
শত – সহস্র বেদনার বীজ হৃদয়ে হয়েছে বোনা
তবু মায়ের প্রতীক্ষার প্রহর গুণা শেষ হলো না।
একদিন খোকা আসবে মায়ের পেছন থেকে
অথবা জলির পেছন থেকে ডাকবে মা মা করে
এই প্রত্যাশায় অভাগী মায়ের দুচোখে অশ্রু ঝরে
যেন চোখ গিরি প্রসবন
ঝরে অশ্রু যখন তখন
কাঁদিতে কাঁদিতে মা একদিন ঘুমিয়ে গেল চিরতরে।
Facebook Comments Box