আমার প্রিয়া খুব সুন্দর নয়
কুচকুচে কালো নয়,
শ্যামলা বরণে ,পদ্মফুলের ন্যায়,
হৃদয় দীঘির জলে
রোজ ফুটে স্বপ্ন ছোঁয়াই।
সূর্যের আলোয়,
ঝলমল করে তার চুল,
দক্ষিণা সমীরনে তাকে পাপড়ি খেয়ে যায় রোজ।
বর্ষার বৃষ্টি ভেজা শরীরে
কেমন যে লাগে তারে
তোমরা কি দেখছো কখনো
আমার মতো করে?
স্বপ্নের সিঁড়ি বেয়ে নামি
কুঁড়াইয়া লই বদনামী
দেখিবারে তরে তারে,
সকাল কিংবা দুপুরে।
কিন্তু সে অলৈকিক।
——-
লেখক: এম রহমান
কক্সবাজার সদর, কক্সবাজার
Facebook Comments Box