Tuesday, December 3, 2024
Homeসাহিত্যকবিতাপ্রতীক্ষিত মা

প্রতীক্ষিত মা

একটু রাগ একটু অভিমানে ছাড়িল খোকা ঘর

দিন পোহাতে, অকালে চলে গেল দশটি বছর

কত আতর্নাদ – অনুরাগে,চোখে জননীর নীর

প্রতীক্ষার প্রহর গুনতে গুনতে মা হয় সদা অস্থির

শত – সহস্র বেদনার বীজ  হৃদয়ে হয়েছে বোনা

তবু মায়ের প্রতীক্ষার প্রহর গুণা শেষ হলো না।

একদিন খোকা আসবে মায়ের পেছন থেকে

অথবা জলির পেছন থেকে ডাকবে মা মা করে

এই প্রত্যাশায় অভাগী মায়ের দুচোখে অশ্রু ঝরে

যেন চোখ গিরি প্রসবন

ঝরে অশ্রু যখন তখন

কাঁদিতে কাঁদিতে মা একদিন ঘুমিয়ে গেল চিরতরে।


কলমে: মুজিবুর রহমান

কক্সবাজার সদর, কক্সবাজার

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments