জীবনকে কোনো সংজ্ঞায় আবদ্ধ করতে পারবো? জীবনের কি আসলেই কোনো সঠিক সংজ্ঞা হয়?জীবনের মানে আসলে কোনটা? বেচে থাকা নাকি যাপন করা? মিথ্যার বেড়াজাল, ধোকা, বোকা হওয়া, প্রতারণা, অপ্রাপ্তি, অন্যের সিদ্ধান্তে জীবন এর রঙ বদলানো, ইচ্ছা গুলো চাপা থাকা… সবটাই জীবন। আবার অপ্রিয় সত্যি, কখনো জীবন সংগ্রামে জিতে যাওয়া, প্রাপ্তি,প্রতারিত না হওয়া,নিজের ইচ্ছা পূরন হয়ে যাওয়া এটাও জীবন। তবে সত্যিকার জীবনের সংজ্ঞা হচ্ছে আমি বেচে আছি এটা সৃস্টিকর্তার দেয়া একটা উপহার। আর সুস্থ ভাবে বেচে আছি এটা আর ও সবচেয়ে বড় উপহার। সুস্থতা আর বেচে থাকার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ যেনো ম্লান হয়ে যায়। জীবনে সব মেনে নিয়ে নয় বরং নিজের মত করে মানিয়ে নেয়াটাই ❝যাপন❞ করা। এখানে দুঃখ অপ্রাপ্তির পরিমান কখনো কি কম/বেশি হয়? যা আমি চাই তা হয়ত জীবন আমার জন্য চায় না এর জন্য হয়ত অপ্রাপ্তিটা রয়ে যায়। ভালোবেসে, শ্রম, সাহস দিয়ে যেকোনো কিছু জয় করে নেয়াটা প্রাপ্তি। কিন্তু যখন অন্যের সিদ্ধান্তের কাছে পরাস্ত হতে হয় ঠিক তখন…..কেমন অনূভুতি? যা সবসময় অপ্রকাশিত। তাই খুব বেশি ভাবতে নেই জীবন নামের রেল গাড়িতে মানিয়ে চলমান রাখতে হয়। একদিন হয়ত সব অপ্রাপ্তি পূর্নতায় হবে সেইদিন যেদিন মাটির ঘর সবাই ভাবে অন্ধকার কিন্তু আমি তাকে দুনিয়াতে থাকতেই সাজিয়েছিলাম ঠিক সেখানে।
লেখাঃ সৈয়দা যারিন