কবি: রবিউল ইসলাম
রূপ দেখে যার নয়ন ভরি
হয় না দেখার শেষ,
সে যে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।
রূপ দেখে যার মনের মাঝে
কত রঙের স্বপ্ন জাগে
স্বপ্ন সুখের আশা জাগে
হয় না আশার শেষ,
সে যে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।
ফুলে – ফলে ভরা এদেশ
রূপের নাইরে শেষ,
সে যে আমার সবুজ-শ্যামল
রূপসী বাংলাদেশ।
ষড় ঋতুর এদেশ আমার
রূপ যে তাহার বহু,
ফুল ফাগুনে মৃদুল বাঁয়ে
সুর ভেসে যায় কুহু।
বহু রূপে ভরা এদেশ
রূপের নাইরে শেষ,
সে যে আমার জন্মভূমি
প্রিয় বাংলাদেশ।
—————————————
রবিউল ইসলাম
গ্রামঃ রঘুনাথপুর
উপজেলাঃ পাংশা, জেলাঃ রাজবাড়ী।
Facebook Comments Box