16.3 C
New York
Friday, September 22, 2023
spot_img

তুমি বলেছিলে একদিন

তুমি বলেছিলে একদিন”আমার সাথে

কথা না বললে তোমার নাকি ভালো লাগেনা!

কাঁদো কাঁদো স্বরে তুমি বলেছিলে কতোদিন তোমার মধুর কন্ঠস্বর শুনিনা!

তুমি বলেছিলে একদিন”ভালোবাসায় নাকি একটু বেহায়া না হলে চলেনা আরো,কতো শতকথা!

আজ আমি হয়েছি বড্ড বেহায়া,তোমাকে পাবার জন্যে দ্যাখো ভেঙ্গেছি লাজুকতা।

ইচ্ছে করে জড়িয়ে ধরি তোমায় উষ্ন পরশে

জুগল বন্ধি করে রাখি বাহুড়োরে কিছুক্ষন!

ইচ্ছে করে দুহাতে আকঁড়ে ধরি তোমার ঐ কোমর,

ওষ্ঠের সাথে ওষ্ঠ মিলিয়ে বিনিময় করি ভালোবাসার আদর।

আলুথালু বুকে মাথা রেথে খুঁজি অজানা গুপ্তধন,

চুম্বনে চুম্বনে হারিয়ে যাবো সুখের সাগরে কিছুক্ষন।

তুমি বলেছিলে আমায় নিয়ে হারিয়ে যাবে একদিন,

হারিয়ে যায় এখনও আমি তোমার মাঝে স্বপ্নে প্রতিদিন।

Facebook Comments Box
হাবিবুর রহমান হাবিব
হাবিবুর রহমান হাবিবhttp://www.protiddhonii.com
পিতা মোঃ মতিউর রহমান,মাতা মোছাঃ নাজমা খাতুন,কবি২৮ শে নভেম্বর ১৯৮৮সালে বৃহত্তর পাবনা জেলার চাটমোহর থানার চিরইল গ্রামে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনের হাতে খড়ি হয় নিজ গ্রাম"চিরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১০সালে এস,এস,সি পাশ করেন"চাটমোহর রাজা চন্দ্রনাথ বাবু শুম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় হতে।২০১২ সালে"চাটমোহর সরকারি অনার্স কলেজ"হতে মনোবিঞ্জান বিভাগ হতে আই,এ পাশ করেন।ও রাষ্ট্রবিঞ্জান বিভাগে বি,এ,পাশ করেন,এবং বর্তমানে মাসটার্স এ অধ্যায়ন,সহ"বাংলাদেশ সাব রেজিস্ট্রার অফিসে" কর্মরত আছেন। এছাড়া তিনি ছোট বড় মেডিকেল আর.এম.পি, ট্রেনিং করেছেন।তিনি২০১০ সাল থেকে লেখালেখি শুরু করেন।বিভিন্ন পত্র,পত্রিকায় তাঁর ছোট বড় লেখা সহ বই"প্রকাশিত হয়েছে।তিনি সবসময় একটা কথা মনে রেখে লেখার চেষ্টা করেন"জন্ম হোক যথা তথা"কর্ম হোক ভালো" "বিশ্বটা যে পাঠশালা মোর,সবার আমি ছাত্র। আমার প্রিয়পাঠকদ্বয় ভুলত্রুটি বা পরামর্শের জন্যে মেইল করুন। Email:kobibondhuhabib@gmail.com

বিষয় ভিত্তিক পোস্ট

সামাজিক যোগাযোগ মাধ্যম

0FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
উপদেষ্টাspot_img

সাম্প্রতিক পোস্ট