1 POSTS
পিতা মোঃ মতিউর রহমান,মাতা মোছাঃ নাজমা খাতুন,কবি২৮ শে নভেম্বর ১৯৮৮সালে বৃহত্তর পাবনা জেলার চাটমোহর থানার চিরইল গ্রামে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবনের হাতে খড়ি হয় নিজ গ্রাম"চিরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।২০১০সালে এস,এস,সি পাশ করেন"চাটমোহর রাজা চন্দ্রনাথ বাবু শুম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় হতে।২০১২ সালে"চাটমোহর সরকারি অনার্স কলেজ"হতে মনোবিঞ্জান বিভাগ হতে আই,এ পাশ করেন।ও রাষ্ট্রবিঞ্জান বিভাগে বি,এ,পাশ করেন,এবং বর্তমানে মাসটার্স এ অধ্যায়ন,সহ"বাংলাদেশ সাব রেজিস্ট্রার অফিসে" কর্মরত আছেন। এছাড়া তিনি ছোট বড় মেডিকেল আর.এম.পি, ট্রেনিং করেছেন।তিনি২০১০ সাল থেকে লেখালেখি শুরু করেন।বিভিন্ন পত্র,পত্রিকায় তাঁর ছোট বড় লেখা সহ বই"প্রকাশিত হয়েছে।তিনি সবসময় একটা কথা মনে রেখে লেখার চেষ্টা করেন"জন্ম হোক যথা তথা"কর্ম হোক ভালো" "বিশ্বটা যে পাঠশালা মোর,সবার আমি ছাত্র।
আমার প্রিয়পাঠকদ্বয় ভুলত্রুটি বা পরামর্শের জন্যে মেইল করুন।
Email:
[email protected]