বাঁধবো ঘর অচেনা চরে

0
386

আমি বাঁধিব ঘর কোনো এক অচেনা চরে!

থাকবে না সেথায় লোক-কোলাহল আঁধার বিন্দাচর।

 একা ঘরে শূন্যতায় থাকবো আমি নির্জনতায়-

আসবে না কেহ দেখতে মোরে অচেনা চরের ঘর।

হবে দেখা! হবে না কথা! ওই ঘরতে গেলে।

ঘর যে আমার আঁধারে ডাকা নাই যে আর আলো!

          তাই দেখতে তোরা আছিস না’ রে’

   গভীর ঘুমে নির্ধার রবো আমি চিরতরে।

ডাকিস না রে আমায় তোরা কইবো না আর কথা!

        অশ্রু জলে দে ‘রে,বিদায় আমায় ঘরে যেতে;

 রাখিস না ‘রে’ আমায় তোরা মায়ার বাঁধনে জড়ায়ে;

সাজিয়ে গুছিয়ে দে ‘রে’ তোরা আমায় সাদা পোশাকে,,

আতর গোলাপ সোয়া চন্দন দে তোরা গায়ে মাখিয়ে।

দে’ রে’ দে’ শেষ বিদায় দিয়ে দে,করিস না আর কান্নাকাটি।

ঘরে যে আমায় যাইতে হবে চির জনমের লাগি,,

ফিরবো না আর তোদের মাঝে আমি যে এক পাপী!

পাপ পুণ্যের বিচার হবে ঘরে গেলেই শুরু,,

পাপ করেছি জনম ভরে , পাইতে হবে সাজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here