জাকির আলম
তোমার হিমশীতল তাতাল শরীর জুড়ে
রিক্ততায় ভরা আদিগন্তের ভুবন।
তোমার নিঃশ্বাসের প্রতিধ্বনি ছুঁয়ে
মৃত্তিকা মাখে নৈঃশব্দিক শোভন।
স্রোতের প্রতিকূলে শ্রাবণ বর্ষায়
সমুদ্র নামে তোমার বাড়ি।
রোদসীর দুর্নিবার বিমর্ষ গোধূলিবেলা
তোমাকে অর্ঘ্য হে গরিয়সী নারী।
স্থিমিত রাতের অবশান্য নীলিমায়
একফালি হাসে দুরন্ত পথিক।
হেম গলিত পলি মাটির নীলাচলে
নিভুনিভু জ্বলে তোমার নূরের বাতিক।
শতবর্ষ জুড়ে বিমূর্ত আলোর হাতছানিতে
তোমার বুকের জমিনে আসে এলিয়েন।
দুর্বিনীত সবুজ ঘাসের গালিচা ঘেঁষে
মুগ্ধ নয়নে হাসে তোমার নিরেট তিলিয়েন।
কুয়াশা আবৃত তুষার পৃথিবী জুড়ে
মেঘমল্লার ডেকে যায় কালের গহিন।
স্বপ্ন বিভোর প্রাণের সমাগত সমাগমে
আমাকে করে দাও হে আজন্ম রঙিন।
Facebook Comments Box