আনুগত্যের উদাহরণ প্রতি বসন্তে কবির গলা কেটে উপহার দিতে হয় রাজা জিউসকে গলা থেকে গলগল করে বেরিয়ে আসে পাহাড় কবি জ্যান্ত হয়ে ওঠে পরের বসন্তে আর গলা থেকে জন্ম নেয়া পাথরে শান দেয় তার প্রতিভা পাথর ঘসে আগুন জ্বালানোর ইতিহাস তার রক্তে কবিতা খোদাই করতে গিয়ে পেয়েছিলো স্ফুলিঙ্গ আর জমা রেখেছিলো প্রমিথিউসের কাছে মানুষের প্রতিদ্বন্দ্বী ক্রুদ্ধ জিউস কবিকে উপঢৌকন দেয় হেফাস্টাসের বজ্র ককেশাস পর্বত উঠে দাঁড়ায় কবির বুকের ওপর জিউসের ঈগল ঠোক্কর দেয় কবির চোখে যেমন ঠুকরে খায় প্রমিথিউসের বুক কবি ও প্রমিথিউস দুই দেহ সত্তা এক মানবের আরেক সহোদর হারকিউলিস বহুদিনপর - ছিঁড়ে ফেলে প্রমিথিউসের প্রবঞ্চনা উদ্ধাররহিত কবি দাঁড়িয়ে থাকে একা জিউসের ঈগলের মুখোমুখি -রক্তাক্ত অগ্নিময় -অনন্ত
Facebook Comments Box