Friday, January 3, 2025
Homeসাহিত্যকবিতাআমাকে ডেকে নাও

আমাকে ডেকে নাও


তমসুর হোসেন


আমাকে ডেকে নাও তোমার কাছে হে প্রভ‚-
তোমার পবিত্র গৃহ প্রদক্ষিণের সুযোগ করে দাও আমাকে।
মাকামে ইব্রাহিম, হাতিম ও হজরে আসওয়াদের সংস্পর্শে
যাবার সদয় অনুমতি দাও এ পাপিকে-
সারাজীবনের বেপরোয়া গুনাহে আমার অন্তর বীভৎস হয়ে গেছে
শয়তানের লোলুপ জিহŸার লেলিহান ছোবল
আমার সর্বাঙ্গ অস্থির করে তুলেছে।
এবার আমাকে মুক্তি দাও। সংসারের বিশাল গর্ত থেকে তুলে
নিক্ষেপ কর
দয়ার ভুখÐে-
মিনা, মুজদালিফার শিলাচ‚র্ণ বিস্তীর্ণ প্রান্তরে অশ্রæর
বন্যায়
ডুবে যেতে মদদ কর।
আমাকে নিয়ে যাও মা হাজেরার স্মৃতিধন্য সাফা-মারওয়ার
বরকতময় পরিভ্রমণে।
নবজাতক ইসমাইলের পদাঘাতে সৃষ্টি হয়েছে যে অমিয়ধারা
নিয়ে যাও সেই জমজমের কিনারে।
নিয়ে যাও আমাকে নিষ্প্রাণ তায়েফ আর ঐশীদীপ্ত জাবালে
হেরায়।
আমাকে সামিল কর দয়াময় নিখিল মুসলিমের প্রাণজ
মিলনমেলায়
সমস্ত হীনতাকে বলি দিতে যাব অভিশপ্ত জামিরায়।
শয়তানকে বর্জন করার দীপ্ত শপথে নিক্ষেপ করব হৃদয়ের সকল ঘৃণা।

আমাকে নিও প্রিয় নবিজীর জেয়ারতে
খেজুরকানন শোভিত অপরূপ ধ্যানময় নগরী মদিনায়।
মাতা আমেনার চোখের সব অশ্রæধারা আমার বুকে ঢেলে দাও
দাও একবুক উত্তাল প্রেমের তরঙ্গ।
যার বদান্যতায় হবে আমার কাঙ্খিত শাফায়াত তার কবরের পাশে
আমি হই যেন এক আদর্শ প্রেমিক, সঠিক মানুষ।

Facebook Comments Box
প্রতিধ্বনি
প্রতিধ্বনিhttps://protiddhonii.com
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments