যে কবি তাঁর কলমের ছোঁয়ায় ফুল ফোটায়
সমাজের অসঙ্গতি দেখে যার কলমে আগুন ঝরে
সেই কবিকেও কখনো কখনো যেতে হয় কারাগারে।
রক্ত মাংসের শরীর নিয়ে কবি হয়তো কারাগারে
হয়তো তার কলম কেড়ে নেওয়া হয়
কিন্তু কবির হৃদয়ে যে কাব্যগাথা অবিরাম লেখা হয়
সেটা কি কখনো কেউ থামাতে পারে মৃত্যু ছাড়া?
সুতরাং কবির কবিতা লেখা বন্ধ করতে চাইলে
অথবা তাকে লেখা থেকে নিবৃত করতে চাইলে
কারাগারে বন্দী নয় বরং তাকে ফাঁসী দিয়ে দাও
তবুও জেনে রেখো কারাগার কবির বাসস্থান নয়।
— জাজাফী