পাখিপরাণ

0
189

অণুগল্প

মোহাম্মদ শহীদুল্লাহ্

কিছুদিন হল নাহিদা ভার্সিটি ক্যাম্পাসে ঢুকেছে।ক্লাশ যেমনটাই হোক,নতুন একটা জীবন শুরু সবারই। দেশের নানান ধরনের পরিবারের,নানা অবস্থার সন্তানেরা এসেছে।এক দুমাস পরিচয় হতে হতেই যাচ্ছে।শিক্ষকদের সাথেও বোঝাপড়া চলছে,খাপ খাওয়ানোর নানান ফিকিরে ব্যস্ত সবাই।
সেদিন ক্লাসে একটা পাখি ঢুকেছে। আর সেইসাথে হৈ চৈ। পাখিটা এলোপাতাড়ি ওড়াওড়িতে ব্যস্ত হয়ে উঠেছে। সবাই একযোগে হৈ-হুল্লোড় শুরু করে। শিক্ষার্থীদের চিৎকার বাড়ে,ভীত বিহ্বল পাখিটা এলোপাতাড়ি উড়ছে আবার, এখানে ওখানে গোত্তা খাচ্ছে।প্রায় আধ ঘন্টা সময় নষ্ট করার পরে ওটাকে বের করা গেল।
পর পর তিন চারদিন এরকমই ঘটনা ঘটে গেল।পরদিন আর খবর নেই।
সবাই আবিস্কার করল ওইদিন নাহিদা ক্যাম্পাসে আসেনি।দুদিন পর নাহিদা এল,পাখিটাও এসে সেই ছটফটিয়ে সবাইকে জ্বালাতন করছে।


নাহিদাকেই ক্লাস ছেড়ে বেরিয়ে আসতে হল।
ক্যাম্পাস ছেড়ে লাইব্রেরি,টিএসসি,নদীর পাড়। যেখানেই যায়,পাখিটাও পিছু নেয়।
ইতিমধ্যে নাহিদার বন্ধু কৌশিক পরামর্শ দিল,ওটাকে ত্যাগ করতে।এক দুদিন ওটাকে না খাওয়ালে এমনিতেই চলে যাবে।কিন্তু নাহিদার চোখে জল দেখে বোঝাই গেল এটা কার্যকর হবে না।
তিন-চারদিনের মাথায় হঠাৎই পাখিটা নেই।নাহিদা বিচলিত হয়ে পড়েছে নানান আশংকায়।
পার্কের যেখানটাতে পাখি’র সাথে প্রথম দেখা হয়েছিল,সেখানে নাহিদা নিয়মিত আসত।ওখানে গিয়ে দেখে ওটা গাছের নীচে পড়ে আছে।পিঁপড়ের ভীড় লেগে গেছে।এক ফোঁটা চোখের জল গড়িয়ে গেল নাহিদার।
ওর বন্ধুরা ক্যাম্পাসে এনিয়ে বেশ হাসাহাসি।
সামান্য একটা পাখির জন্য,তাই বলে এত ন্যাকামি!

লিখুন প্রতিধ্বনিতেলিখুন প্রতিধ্বনিতে

মাটি খুঁড়ে ওটাকে চাপা দিয়ে কিছু ফুল ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে সে।
ক্যাম্পাসে আবারও হাসাহাসি শুরু হল।

Previous articleকারাগার কবির বাসস্থান নয়
Next articlePoem by Nial||ভারতের কবির কবিতা
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here