কবিঃ মুস্তাফিজুর রহমান
তোমার সাহায্যকারী বন্ধু হতে পারি
মনে আঘাত দেওয়া শত্রু নয়,
গ্রীষ্মের শীতল হাওয়া হতে পারি
ঘাম ঝরানো সূর্যের উত্তাপ নয়,
বসন্তের কোকিল হতে পারি
বর্ষার ঝড়ো হাওয়া নয়,
শীতের উষ্ণ বস্ত্র হতে পারি
তাই বলে অশ্লীল পরিধান নয় ।
আমি তোমার রাতের আকাশে
মায়াবী জ্যোৎস্না হতে পারি
মেঘে ঢাকা ভয়ংকর আকাশ নয়,
তোমার ফুলের সুগন্ধ হতে পারি
ব্যাথা দেওয়া রক্তক্ষরণ ফুল নয়,
তোমার প্রেমের মুহুর্ত হতে পারি
চোখের কান্নার কারণ নয়,
সোনালী উজ্জ্বল দিন হতে পারি
কালো লক্ষ দীর্ঘশ্বাস নয়,
দুঃখময় সময়ের সঙ্গী হতে পারি
বিশ্বাসঘাতক মীর জাফর নয় ।
আমি তোমার ছায়া হতে পারি
বিবেকহীন ভীতু কাপুরুষ নয়,
তোমার হাস্যময় মুখ হতে পারি
দুঃখ দেওয়া কষ্ট নয়,
হৃদয়ে শক্তির উৎস হতে পারি
ভেঙে যাওয়া মনোবল নয়,
আমি শুধু তোমার হতে পারি
আর অন্য কারো নয় ।