-মুহিতুল ইসলাম মুন্না
আমি হারাতে হারাতে একদিন
নক্ষত্রের মেলায় পৌছাবো।
তুমি চাঁদ হয়ে রবে;
আমি নক্ষত্র হয়ে পাশে থাকবো।
তোমার ঝলসানো ঝলমল আলোয়
নিজেকে আলোকিত করবো।
আমি হারাতে হারাতে একদিন
তেপান্তর পাড়ি দেব-তোমাকে খুঁজব।
নিষিদ্ধ নগর জুড়ে তোমার নামে
নিখোঁজ বিজ্ঞাপনের হৈচৈ পড়ে যাবে।
সেখানে লিখে দেব- হৃদয় হরিণী
শিক্ষার্থী,
বাংলা বিভাগ
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।
Facebook Comments Box