হাল ধরো নাবিক

হাল ধরো নাবিক -মোল্লা আলী আছগার

0
338
দীপ্ত সূর্য তারকার দল পথ খুঁজে নাজেহাল কালের অশ্ব ছুটে চলে দ্রুতবেগে

-মোল্লা আলী আছগার

মাটির পৃথিবী জুড়ে ইবলিস ফেলে কুয়াশার জাল
আসমান ভরা কুফরীর কালো মেঘে,
দীপ্ত সূর্য তারকার দল পথ খুঁজে নাজেহাল
কালের অশ্ব ছুটে চলে দ্রুতবেগে।

এখনো তোমার দুচোখের পরে অলস ঘুমের রেশ
এখনো তোমার চেতনা আসেনি ফিরে?
ঘরে বসে তছবি গোনার হয়নি শেষ
ঘোর জুলমাত নিয়েছে যখন ঘিরে?

অমনিশা যবে ছেয়ে ফেলেছিল মরুভূমি সাহারায়
কোন সে সূর্য সেদিন দিয়েছে আলো?
কোন সে মন্ত্র অর্ধ দুনিয়া করেছিল বেকারার
ছাই চাপা সেই অগ্নি আবার জ্বালো।

রাতে দরবেশ দিনে মুজাহিদ দ্বীন নিয়ে চলে ছুটে
শরাবের চেয়ে প্রিয় এ জীবন দান,
অগ্নি শপথে রাঙা করো দিল গাফলতি যাক টুটে
ঈমানের বলে হও আজি বলিয়ান।

আকাশে মেঘের তান্ডব্লীলা কান ফেটে যায়,আহা!
নোনা দরিয়ার ঝড়ে ছিড়ে গেছে পাল,
দ্বীনের আকাশে ধ্রুবতারা দেখে চিনে নাও ঠিক রাহা
দক্ষ নাবিক ধরো জাহাজের হাল।

পাবনা

Previous article২০২৪ সালের ক্যালেন্ডার (সরকারী ছুটির তালিকা)
Next articleহৃদয় হরিণী
প্রতিধ্বনি
প্রতিধ্বনি একটি অনলাইন ম্যাগাজিন। শিল্প,সাহিত্য,রাজনীতি,অর্থনীতি,ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয়ে বিভিন্ন প্রজন্ম কী ভাবছে তা এখানে প্রকাশ করা হয়। নবীন প্রবীণ লেখকদের কাছে প্রতিধ্বনি একটি দারুণ প্ল্যাটফর্ম রুপে আবির্ভূত হয়েছে। সব বয়সী লেখক ও পাঠকদের জন্য নানা ভাবে প্রতিধ্বনি প্রতিনিয়ত কাজ করে চলেছে। অনেক প্রতিভাবান লেখক আড়ালেই থেকে যায় তাদের লেখা প্রকাশের প্ল্যাটফর্মের অভাবে। আমরা সেই সব প্রতিভাবান লেখকদের লেখা সবার সামনে তুলে ধরতে চাই। আমরা চাই ন্যায়সঙ্গত প্রতিটি বিষয় দ্বিধাহীনচিত্ত্বে তুলে ধরতে। আপনিও যদি একজন সাহসী কলম সৈনিক হয়ে থাকেন তবে আপনাকে স্বাগতম। প্রতিধ্বনিতে যুক্ত হয়ে আওয়াজ তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here