ইমরান খান রাজ
বর্ষা, শীত, হেমন্ত অথবা বসন্ত
সূর্য প্রখর দিন অথবা অমাবস্যার রাতে
তোমার অভিমান অটল সর্বোচ্চ।
হাসিমাখা মুখের দৃষ্টিতে কিংবা
চরম রাগের ছোট্ট দিনগুলোতেও
তুমি থাকো অভিমানে সারাক্ষণ।
এ-অভিমান আর কতদিন, কতক্ষণ?
আমার সাথেই কী তোমার এই অনুভূতি
নাকি অন্য কোন ছায়া মানব রয়েছে !
আমিও চাই; অভিমান করো, ঝগড়া করো
কিছু মুহূর্ত কথা না বলে থাকো,
আমাকে ভুলে যেতে পারবে না দ্বিতীয় জন্মে-ও।
Facebook Comments Box